রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ৬ জুয়ারীকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছে। শনিবার বিকালে রাজনগর আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার টেংরা ইউনিয়নের টগরপুর গ্রামের জব্বার মিয়ার বাড়িতে শুক্রবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদার অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে নগদ ১৮৬০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো টেংরা ইউনিয়নের টগরপুর গ্রামের সদর মিয়ার ছেলে জব্বার মিয়া (৫০), নসিম মিয়ার ছেলে তছলিম মিয়া (৩২), মৃত আব্দুল মুকিত মিয়ার ছেলে আনখার মিয়া (৬৫) একই ইউনিয়নের সৈয়দনগর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে মাহমুদুর রহমান (৪০) ও মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামের রফিক মিয়ার ছেলে সেলিম মিয়া (৪০)। এদের বিরুদ্ধে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদার বাদী হয়ে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দিপক কুমার দাস বলেন, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ১:১১ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad