সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পুলিশের ধারণা আত্মহত্যা

রাজনগরে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনগর প্রতিনিধি :-   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯     1478 ভিউ
রাজনগরে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা-বাগানে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (১৮)। সে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রবিবার দিবাগত (২ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে রাজনগর থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নিহতের মোবাইল ফোনে এক মেয়ের অনেকগুলো এসএমএস রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইটা চা-বাগানের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুর রহিম (১৮) রবিবার দুপুর দেড় টার দিকে তার চাচাতো ভাই মহিউদ্দিনের মোবাইল ফোনে এসএমএস করে বাগানের ৫নং সেকশনে একা যেতে বলে। এসময় ব্যাস্ততা দেখিয়ে মহিউদ্দিন সেখানে যেতে পারবেন না বলে ফিরতি এসএমএস পাঠান। এসএমএস চালাচালির একপর্যায়ে সে আত্মহত্যা করবে বলে তার চাচাতো ভাইকে জানায় এবং বাবা-মা যেন তার লাশ নিতে যান এমন এসএমএসও পাঠায়।

এদিকে, রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বাগানের আশেপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজতে থাকে। রাত ১২ টার দিকে তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে জনৈক মহব্বত আলীর আকাশি গাছের বাগানে একটি গাছের সাথে তার মৃতদেহ দেখতে পায়। পরে রাজনগর থানার পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এঘটনায় রাজনগর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রহিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার মোবাইল ফোন উদ্ধার করে চাচাতো ভাইয়ের সাথে ছাড়াও এক মেয়ের সাথে আদান-প্রদান করা অনেকগুলো এসএমএস পাওয়া গেছে। সুরতহাল অনুযায়ী সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com