মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রাজনগরে প্রবাসিদের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সোমবার, ২৭ জানুয়ারি ২০২০     649 ভিউ
রাজনগরে প্রবাসিদের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

রাজনগর প্রতিনিধি:

রাজনগরের খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থীদের এক বছরের পড়াশোনার ব্যায়বহন করেছেন প্রবাসীরা।
আমাদের খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ওয়ার্ল্ডওয়াইড এর আয়োজনে আজ ২৭ জানুয়ারী (সোমবার) বিদ্যালয়ের হল রোমে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩০জন শিক্ষার্থীদের হাতে শিক্ষাসহায়তা কার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের দেয়া হয়েছে সংবর্ধনা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, প্রবাসী সদস্য ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় কান্তি ভট্টাচার্য এর সভাপতিত্বে তুহিন জুবায়ের ও জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ ঘোষ, সিনিয়র শিক্ষক আব্বাস আলী, শিক্ষক অজয় কুমার ঘোষ, শিক্ষক সফিকুল হক, শিক্ষক আব্দুল হান্নান, শিক্ষক আহমদ আলী, শিক্ষক জায়দা বেগম, শিক্ষক মশিউর রহমান টিপু, ম্যানেজিং কমিটির সদস্য সেলিম আহমদ, মনোজ রায়, হোয়াটঅ্যাপ গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি ডা. মেস্তাকুর রহমান পলাশ, লিটন আহমদ, প্রবাসী শওকত আলী, টিটন আহমদ প্রমুখ।


অনুষ্ঠানে প্রবাসী সদস্য ফয়সল আহমদ, আব্দুর রব, এখলাছুর রহমান ও বিপুল চন্দকে সম্মাননা পদক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগ দেশ কিংবা নিজের এলাকার উন্নয়নের জন্য। প্রবাসীদের বিদ্যালয়ের উন্নয়নে যে অবদান তা প্রশংসনীয়। এমন মহতি উদ্যোগ অব্যহত থাকুক।
উল্লেখ্য যে, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীরা (প্রবাসী) মিলে ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাদের অনুদানে ২০১৮ সাল থেকে বিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিয়ে আসছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২২ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com