রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তাহিরপুরে লাল শাপলার রাজ্যে সৌন্দর্য প্রেমীদের ভীড়

সোমবার, ০৪ নভেম্বর ২০১৯     425 ভিউ
তাহিরপুরে লাল শাপলার রাজ্যে সৌন্দর্য প্রেমীদের ভীড়

আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি:  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাচীন বাংলার জনপদ হলহলিয়া রাজবাড়ির পাশে লাল শাপলার রাজত্বে এখন স্যেন্দর্য প্রেমীদের ভীড় জমেছে। প্রতিদিন ভোর হতে সকাল ১০টা পর্যন্ত শাপলার বিলে নৌকা করে ঘুরে বেড়ান সৌন্দর্য প্রেমীরা।স্থানীয় ভাবে এ বিলটিকে বিকি বিল বলে ডাকেন এলাকার লোকজন।

জেলা শহর সুনামগঞ্জ থেকে অনুমানিক ২৫ কিলো মিটার দূরে ১৩ একর জলাভ’মিতে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠা লাল শাপলার বিল টিকে জেলা প্রশাাসন নজরে এনে সম্প্রতি পযটকদের দেখার উপযোগী করে এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব আব্দুল আহাদ।বিকি বিলে লাল শাপলার রাজ্যে সৌন্দর্যের নান্দনিক রূপে ভেসে বেড়াচ্ছেন পর্যটকরা।

জেলা প্রশাসকের উদ্বোধনের পরই দৃষ্ঠি কেড়েছে পর্যটকদের দেশের বিভিন্ন প্রান্ত হতে ছুঠে আসা পর্যটকরা স্বপরিবারে ছুটে আসছেন শাপলার রাজ্যে। দেশের আর অন্য কোথাও এত জলাভূমি জুড়ে শাপলার বিল না থাকায় পর্যটক রা এটাকেই দেশের সর্ব প্রথমও দীর্ঘ বিল বলে আখ্যায়িকত করছেন।
গতকাল সকালে শাপলার রাজত্বে দিয়ে ঢাকা হতে আসা এক দল কলেজ ছাত্রের কথা বল্লে তারা জানায় দেশের বিভিন্ন প্রান্তরে ছুটে গিয়েছি আমরা, বিভিন্ন দর্শণীয় স্থান দেখা র জন্য কিন্ত এর অনুভ’তিই আলাদা। মেঘালয় পাহাড় ওবেষ্ঠিত শাপলার বিলে ঘুরে বেড়ানোর মত মজা অন্য কিছুতে নেই। একই জবাব দিয়েছে অন্যান্য শিক্ষার্থীরা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের উত্তরে রয়েছে শ্বাশত সবুজে ঘেরা ভারত মেঘালয় পাহাড় বেষ্ঠিত কাশতাল, বোরোখাড়া ও আমবাড়ি ও কাউকান্দি গ্রামের মধ্যখানে বিকিবিলের অবস্থান। চারপাশে গ্রাম সমুহের স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ভোরে ছোট নৌকা করে শাপলা তুলে নৌকায় দুপাশ রাঙ্গিয়ে পর্যটকদের উৎসাহিত করার বিরল দৃষ্ঠান্ত রয়েছে শাপলার বিলে।

বাদাঘাট হতে টেকেরঘাট মূখি রাস্তার পাশে অবস্থিতশাপলার রাজ্য বিকি’র বিলে প্রায় দেড় যুগ ধরে নিয়মিত শাপলা ফুল ফুটে স্থানীয়দের মুগ্ধ করেআসছিল। সম্প্রতি পর্যটকদের দৃষ্টি কাড়ে বিলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত লাল শাপলার মনোহর ছবি প্রচার পায় এর পরপরই ঢল নামে পর্যটকদের। পর্যটকদের দৃষ্টি আরো আকর্ষণ করতে শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে নতুন পর্যটন স্পট ‘লাল শাপলার বিকি বিল’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, তাহিরপুরের টাংগুয়ার হাওর, ট্যাকেরঘাট খনিজ প্রকল্প, শহিদ সিরাজ লেক, হলহলিয়া রাজবাড়ি, যাদুকাটা নদী, বারেকের টিলা, শিমুল বাগানের পর নতুন সংযোজন বিকিবিল। এই নতুন স্পট পর্যটনের নতুন সম্ভাবনাকে জাগিয়েছে। তিনি এই এলাকার রাস্থাঘাট উন্নয়নে জেলা প্রশাসন উদ্যোগ নিবে বলে জানান।

যেভাবে আসবেন শাপলার বিলেঃ- ঢাকা হতে রাতের গাড়ি করে সুনাম গঞ্জ নেমে ১০ টাকায় অটো রিক্সা করে আব্দুজ ব্রীজে এসে ভাড়ায় চলে মটর সাইকেল করে ৩৫০ অথবা ৪’শ টাকা দিলে শাপলার বিলে পৌছিয়ে দিবে। এছাড়া যারা পরিবার পরিজন সহ ৪ চাকার গড়ি করে আসবেন তারা সুনামগঞ্জ হতে পলাশ ধনপুর স্বরুপ গঞ্জ হয়ে সোজা যাদুকাটা নদীর পাড়ে গাড়ি রেখে নদী পাড় হয়ে ঘাগটিয়া নদীর পাড় হতে অটো সিএনজি করে ১৫/২০ মিনিটেরর মধ্যেই পৌছে দিবে শাপলার বিলে।ভোর সকাল ১১ টা পর্যন্ত শাপলার বিলে ঘুরাঘুরি করে পুনরায় যাদকাটা নদীর পাড়ে বৃহত শিমূল বাগান,বারেক টিলা ,শাহ আরেফিন আস্থানা ঘুরে ফিরে সময় কাটিয়ে সন্ধায় আবার ফিরে যেতে পারেন জেলা শহরের যেকোন নামী দামী আবাসিক হোটেলে।অথবা সুনামগঞ্জ হতে রাতের গাড়িতেই ফিরে যেতে পারেন ঢাকার উদ্দেশ্যে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com