মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কানাইঘাটে প্রচন্ড শীতে জনজীবন স্থবির : বাড়ছে ঠান্ডাজনিত রোগ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯     630 ভিউ
কানাইঘাটে প্রচন্ড শীতে জনজীবন স্থবির : বাড়ছে ঠান্ডাজনিত রোগ

কানাইঘাট প্রতিনিধি :
সারা দেশের মতো কানাইঘাটে ঝেঁকে বসেছে শীত। আর ক্রমশ বাড়ছে শীতের তীব্রতা। ঠান্ডার মধ্যে নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে শিশু-বৃদ্ধ সহ কর্মমুখী সাধারণ মানুষ। সবচেয়ে কষ্টের মধ্যে দিন যাচ্ছে ফুটপাতের গরীব ও অসহায় মানুষদের। আবার কেউ কেউ আগুন জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শৈত্য প্রবাহ আরো কয়েকদিন বিদ্যামন থাকবে।

এছাড়া শীত বাড়ার কারণে গরম কাপড় কেনা-বেচায় ধুম পড়েছে। কানাইঘাটে শীতের কাপড়ের দোকান গুলোতে কাপড় কিনতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা। কম দামে গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন নিন্ম আয়ের লোকজন। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডা জনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কানাইঘাটের গ্রামীণ জনপদে।
গত কয়েকদিন থেকে তীব্র শীত ও কুয়াশা এবং কনকনে ঠান্ডা বাতাসে গোটা উপজেলার কোথাও দুপুরের আগে সূর্যের মুখ দেখা যায়নি। আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে গোটা কানাইঘাট উপজেলা। সেই সাথে হিমেল হাওয়া বইতে থাকে। হঠাৎ করে শীত শুরু হওয়ায় জনসাধারণ চরম বিপাকে পড়েছেন। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা।

শীতের তীব্রতা বাড়ায় বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ। এর মধ্যে নিউমোনিয়া, হাঁপানি, শাসকষ্ট, টনসিলাইটিস, সংক্রামক, সাইনোসাইটিস ছাড়াও সর্দি, জ¦র, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন কানাইঘাটের মানুষ। ফলে জনসংযোগ বিচ্ছিন্ন এলাকার জনসাধারণ দুর্ভোগে রয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক সহ গ্রামীণ চিকিৎসা কেন্দ্র সমূহে রোগীদের উপচেপড়াভিড় চোখে পড়ার মত। আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি লক্ষ্য করা গেছে। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা জানিয়েছেন, গত কয়েক বছরের মধ্যে এবার প্রচন্ড ঠান্ডা যা পূর্বের তুলনায় অনেক বেশি। বর্তমান শীতের আর্দ্রতার চেয়ে আরেকটু বাড়লে গ্রামঞ্চলের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে উঠবে। এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেক শিশু।

এ ব্যাপারে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শরফুদ্দিন নাহিদ বলেন প্রতিদিনই রোগীদের সংখ্যা বাড়তেছে। চিকিৎসকেরা রোগীদের সামাল দিতে নিয়মিত হিমশিম খাচ্ছেন। বেশিভাগ ডায়রিয়া, নিউমোনিয়া, সংক্রামক রোগীর সংখ্যা। বছরের শেষ সময় থাকায় হাসপাতালে পর্যাপ্ত পরিমানে ঔষুধ মজুদ নেই।

এদিকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, বর্তমানে প্রচন্ড শীত পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলিতেছে। প্রতিটি ইউনিয়নে প্রায় ৩০০টি কম্বল ইউপি চেয়ারম্যান-মেম্বাররা তাদের তালিকা অনুযায়ী বিতরণ করতেছেন।

এদিকে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন বলেন, কানাইঘাট পৌরসভা সহ উপজেলার সাতবাঁক ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় শীতার্ত জনসাধারণের মধ্যে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের প্রবাসী উপদেষ্টা ও আজীবন সদস্যদের সহযোগীতায় এ পর্যন্ত প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য এলাকার শীতার্ত জনসাধারণের মধ্যে আরো কিছু কম্বল বিতরণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com