কানাইঘাটের সড়কের বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে গত ১৬ মে কানাইঘাট উপজেলার দিঘীরপার পুর্ব ইউপির লন্তিরমাটি গ্রামের মৃত নুরুল হকের পুত্র দেওয়ান আব্দুল বাসিতের সন্ত্রাসী হামলায় নিহত কানাইঘাটের সাতবাঁক ইউপির জুলাই গ্রামের বাসিন্দা মরহুম কারী জামাল উদ্দিনের পুত্র ড্রাইভার আব্দুল মালিকের স্ত্রী এবং ৩ অবুঝ সন্তান সহ পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান করেছে কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ইউকে)।
কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর সিনিয়র সহ সভাপতি ও মুজম্মিল আলী শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ গতকাল সোমবার সকাল ১১টায় নিহত আব্দুল মালিকের বাড়িতে গিয়ে তার সন্তানদের হাতে আনুষ্টানিক ভাবে প্রায় অর্ধ লক্ষ টাকার আর্থিক সহযোগীতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য এডভোকেট আব্দুল খালিক, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শামিম উদ্দিন বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এখলাছুর রহমান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, কানাইঘাট পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, সৌদি আরব প্রবাসী জালাল আহমদ, শফিকুল হক, সাইফ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য বাহার হোসেন সাকিব, যুবলীগ নেতা মামুন রশিদ, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, মাসুম আহমদ প্রমূখ।
উল্লেখ্য যুক্তরাজ্য ছাত্রলীগের প্রচার সম্পাদক কানাইঘাটের জুলাই গ্রামের বাসিন্দা আবুল ফয়েজ এর সহযোগীতায় যুক্তরাজ্য থেকে কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ইউকে) নিহত আব্দুল মালিকের পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদানে এগিয়ে আসে।
Posted ৫:২০ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad