আলিম উদ্দিন, কানাইঘাট থেকে : কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৯নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট পাথর ব্যবসায়ী, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেনের উদ্যোগে তার নিজ বাড়িতে মঙ্গলবার সকাল ১১টায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৮ শতাধিক অসহায় লোকজনের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এসময় করোনাভারাস সংক্রমণ প্রতিরোধমূলক সচেতনতা সৃষ্টি করতে এক আলোচনা সভা খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোক্তা বিশিষ্ট পাথর ব্যবসায়ী আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা শাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী তমিজ উদ্দিন মেম্বার। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
এসময় বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, বিশিষ্ট পাথর ব্যবসায়ী নাজিম উদ্দিন, ইউপি যুবলীগ নেতা আব্দুর রহিম, বিশিষ্ট পাথর ব্যবসায়ী আলতাফ হোসেন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল প্রমূখ।
এসময় এলাকার প্রায় ৮ শতাধিক অসহায় লোকজনের মধ্যে বিশিষ্ট পাথর ব্যবসায়ী আলমগীর হোসেনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
Posted ১০:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad