আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৫২ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানসহ এলাকার শীতার্ত জনসাধারণের মধ্যে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সহযোগীতায় শুক্রবার সকাল ১১ টায় কাড়াবাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় এলাকার বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের পরিচালনায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার মো: নুরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার কুটুমিয়া, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাসুম আহমদ চৌধুরী, কাড়াবাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ওলিউর রহমান, এবাদুর রহমান, আব্দুর রকিব, মুহিবুর রহমান, মখদ্দুছ আলী, তজম্মুল আলী, বশির আহমদ, আব্দুন নুর, নুরুল আমিন, তৈয়বুর রহমান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য বাহার হোসেন সাকিব প্রমূখ।
উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন।
Posted ১০:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad