আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সাতবাঁক ইউপির নয়ামাটি চাইল্ড কেয়ার স্কুলের শিশু বরণ ও আলোচনা সভা গতকাল শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী কামরুল ইসলাম, সাতবাঁক ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান, সহকারী শিক্ষক সুলতান আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য বাহার হোসেন সাকিব, অভিভাবক সদস্য শামসুদ্দিন, মখলিছুর রহমান, ফজলুর রশিদ জহির, মাওলানা হোসেন আহমদ, মাওলানা নুরুল আলম, মাওলানা আব্দুল হাফিজ প্রমূখ।
Posted ৭:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad