পি সি দাশ, শাল্লা প্রতিনিধি: শাল্লায় সোমবার আনন্দঘন পরিবেশে অনুষ্টিত হতে যাচ্ছে সদর ঘুঙ্গিয়ারগাওঁ বাজার পরিচালনা কমিটির নির্বাচন। সোমবার সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। নির্বাচনী আচরণ মেনেই বাজার ব্যবসায়ী ৪০৯ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। উক্ত নির্বাচনে ৩ জন সভাপতি ৪ জন সহ সভাপতি ২ জন সাধারণ সম্পাদক মোট ১৯ টি পদে বেশ কয়েক ব্যবসায়ী প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে ৫ জন তাদের প্রতিদন্ধী না থাকায় বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে ৩ জন হলেন লুৎফর রহমান (হাতি প্রতীক) মহিতোষ দাশ (সিংহ প্রতীক) খোরশেদ আলম (হরিণ প্রতীক)। সাধারণ সম্পাদক পদে সুবীর সরকার পান্না (মাছ প্রতীক) ব্রজেশ চৌধুরী (ফুটবল প্রতীক) নিয়ে ভোটে লড়ছেন। সহ সভাপতি পদে প্রার্থীরা হলেন সত্যবান দাস, রাজিব দাশ রুবেল, প্রভাংশু দাস, জন্টু সরকার।
সবকটি পদে তুমুল লড়াই হবে বলে ব্যবসায়ীদের ধারণা। নির্বাচন কমিশনের দ্বায়িত্বে নিয়োজিতরা জানিয়েছেন নির্বাচনের সার্বিক প্রস্ততি সম্পন্ন করেছেন।