কুলাউড়া প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার ১ জানুয়ারী উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা সম্পন্ন হয়েছে।
কুলাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এম ফয়েজ উদ্দিনের সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবি পরিষদের যুগ্ম আহবায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. আবেদ রাজা।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়ার সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ সভাপতি রেদওয়ান খান, সহ সভাপতি শামীম আহমদ চৌধুরী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ নিপার, উপজেলা যুবদল নেতা আব্দুল মুহিত বাবলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, শেখ সুমন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহাদ মাহফুজ চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মোশারফ হোসেন মিজু (আহবায়ক, হাজিপুর), আমির আরমান চৌধুরী কাদিপুর, বদরুল ইসলাম (জয়চন্ডি), নির্মল দাস (ভাটেরা), খয়ের আহমদ (আহবায়ক, ভুকশিমইল), সৈয়দ মঞ্জু আহমদ (আহবায়ক, পৃথিমপাশা), উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, কুলাউড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাছিদ আহমদ, তাওহীদ প্রমুখ।
বক্তারা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে ছাত্রদলকে শক্তিশালী করার আহবান জানান।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad