জিয়াউল হক জিয়া, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্রবার ১৯ জুন মকবুল হোসেন লন (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা মকবুল হোসেন লন দুপুর ১২টায় নিজ ঘরে বৈদ্যুতিক কাজ করার মুহুর্তে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে আশঙ্কাজন অবস্থায় কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সিলেটের জনপদকে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।