জিয়াউল হক জিয়া, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ ঠেকাতে সরকারের বিভিন্ন প্রদক্ষেপের অংশ হিসেবে কুলাউড়ায় এনজিও সংস্থার কিস্তি ও চা বাগান গুলোতে দেশিয় মদের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রসাশন।
২৩ মার্চ আলাদা দুটি লিখিত বিজ্ঞতির মাধ্যমে বিষয়টি জানান কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
বিজ্ঞতি থেকে জানান যায়, ২৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো এনজিও কর্মকর্তা তাদের গ্রাহকদের কাছথেকে কিস্তি না নিতে এবং চা বাগান গুলো তে যে সকল মদের দোকান রয়েছে তা সম্পূর্ণ ভাবে বন্ধ রাখতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়েছে কেউ সির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী প্রদক্ষেপ নেয়া হবে।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad