আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ) : তাহিরপুরে সানক্রেডের উদ্যোগে পৃথক দু’টি কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন ও উপজেলা পাবলিক লাইব্রেরীতে পৃথকভাবে দুটি কর্মশালা অনুষ্টিত হয়। উপজেলা পাবলিক লাইব্রেরীতে পরিবেশ বান্ধব জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন, অরবিন্দু দাস।
অপরদিকে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যুবদের প্রাতিষ্টানিক দক্ষতা, জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সানক্রেড রিকল উপজেলা সমন্বয়কারী হারুন-অর-রশীদ,সেলিনা আক্তার, হালিমা খাতুন প্রমূখ।
Posted ১০:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad