সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ লাখাইয়ে ইয়াবা ও গাজা সহ ৪ জনকে আটক করেছে লাখাই থানা পুলিশ।গত শনিবার রাত দশটার দিকে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় আটক কৃতদের কাছ থেকে ৬৩ পিছ ইয়াবা ও ১০ পুরিয়া গাজা জব্দ করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন আরজু মিয়ার পুত্র আলাউদ্দিন আলন (৪১), আলাউদ্দীন আলনের স্ত্রী রােসেনা বেগম (৩৫), মৃত নুরুজ মীরের পুত্র পলাশ মীর (৩৫), রাধে শ্যাম শীল ওরপে এংগু শীল।
পুলিশ সূত্রে যানা যায়,শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ও এস আই সজিব দেব রায়ে নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ভাদিকারা গ্রাম থেকে উল্লেখিতকৃতদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃত আলাউদ্দিন আলনের নামে ৩টি মাদক ও ২টি ডাকাতি মামলা সহ মোট ৫টি মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরতে এধরনের অভিযান অব্যহত থাকবে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরােদ্ধে পুলিশ জিরাে টলারেন্স রয়েছে, সকল মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ সক্রিয় আছে।