রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

হবিগঞ্জ সদর হাসপাতালের সংরক্ষিত কেবিন থেকে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার 

আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে:   বুধবার, ১৭ মার্চ ২০২১     197 ভিউ
হবিগঞ্জ সদর হাসপাতালের সংরক্ষিত কেবিন থেকে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার 
হবিগঞ্জ সদর হাসপাতালের মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষিত কেবিনের দরজা ভেঙ্গে বীরেশ দাশ (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করছে হবিগঞ্জ পুলিশ। বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত বীরেশ দাশ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা ও বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামের মৃত মহেশ দাশের ছেলে।
পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ জানায়, বীরেশ দাশ গত ১ মার্চ থেকে কিডনি জনিতসহ বিভিন্ন রোগে সদর হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে বীরেশ দাশের পরিবার তাকে একা রেখে বাসায় চলে যান। আজ সকালে তার ছেলে বিজয় দাশ এসে দেখতে পান তার কেবিনের দরজা বন্ধ। পরে হাসপাতাল কতৃপক্ষকে অবহিত করলে হাসপাতাল কতৃপক্ষসহ পুলিশ এসে দরজা ভেঙ্গে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে বিজয় দাশ বলেন, “মার্চের ১ তারিখ বাবাকে সদর হাসপাতালে কিডনিজনিত রোগে ভর্তি করি। মঙ্গলবার রাতে তাকে মুক্তিযোদ্ধা কেবিনে রেখে বাসা চলে যাই। সকালে এসে দেখি কেবিনের দরজা বন্ধ। পরে বিষয়টি হাসপাতাল কতৃপক্ষ কে অবগত করি। দরজা ভেঙ্গে দেখি বেডের নিচে রক্তাক্ত অবস্থায় বাবার মৃতদেহ।”
এ ব্যপারে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধা বীরেশ দাশ ১ মার্চ থেকে কিডনিসহ বেশ কয়েকটি রোগ নিয়ে সদর হাসপাতালে ভর্তি ছিলেন৷ আজ সকালে তার ছেলে এসে দেখতে পান তার দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করার পরেও কোনো সাড়া না পেয়ে পুলিশ নিয়ে তার দরজা ভেঙে দেখতে পাই বেডের নিচে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ।”
হবিগঞ্জ সদর থানার এস আই সাইদুর রহমান বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দরজা ভেঙ্গে বেডের নিচে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি৷ ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
Facebook Comments Box
advertisement

Posted ৭:০০ অপরাহ্ণ | বুধবার, ১৭ মার্চ ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com