পারিবারিক কলহের জেরে নির্যাতন থেকে বাঁচতে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করেন স্ত্রী। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে আটক করে। তার বসত ঘরে তল্লাসি করে পাওয়া যায় পাইপগান, রামদা ও চাইনিজ কুড়াল। এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুর মিয়ারকান্দি গ্রামে। বুধবার সকালে অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামী মো. শাহজাহান মিয়াকে (৩০) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইসলামপুর মিয়ারকান্দি গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩০) প্রায়ই পারিবারিক কলহে স্ত্রী জেনি আক্তারের সাথে ঝগড়া-বিবাদে জড়াতেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আবারো কলহের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তার স্ত্রী জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের কাছে অভিযোগ করেন ও নিরাপত্তা চেয়ে সাহায্য চান। খবর পেয়ে পুলিশ শাহজাহানকে আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ ও ঘরে তল্লাশি করে ঘরের ফ্লোরের নিচে স্লাব দিয়ে ঢাকা গর্ত থেকে একটি পাইপগান, একটি, চায়নিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়। এঘটনায় রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম চৌধুরী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা (নং ১২, তাং ২২/০৬/২০২১) দায়ের করেছেন। রাত ৮ টায় বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান সাংবাদিকদের প্রেসব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৯৯৯ নাম্বারে কল করে একজন মহিলা তার স্বামীর বিরোদ্ধে অভিযোগ করেন। পরে আমরা তার স্বামী শাহজাহান মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে সে অস্ত্র লুকিয়ে রাখার স্থান দেখিয়ে দেয়। সেখান থেকে পাইপগান সহ ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
Posted ৭:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ জুন ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad