সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আওতাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পাদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
শনিবার সকাল ১০ ঘটিকায় গজারিয়া, গাগলীখানী সহ বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পাউবো প্রকৌশলী-১, মো. সাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, ধর্মপাশা (দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস সহ আওয়ামীলীগ ও স্থানীয় সরকারে কর্মকর্তাবৃন্দ ।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ফসল রক্ষা বাঁধে কোন প্রকার অনিয়ম হলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পিআইসিদের কাজের অগ্রগতির জন্য প্রশাসনকে অবহিত করেন। যাতে সুন্দর ও টেকসই উন্নয়নের মাধ্যমে কাজের সমাপ্তি ঘটে।