রবিবার ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লকডাউন ঘোষনা

সোমবার, ২৭ এপ্রিল ২০২০     157 ভিউ
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লকডাউন ঘোষনা

মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলার একমাত্র ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে হাসপাতালটি লকডাউন ঘোষনা করা হয়েছে। এতে করে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ২০ লাখ মানুষ। বর্তমান পরিস্থিতিতে রোববার (২৬ এপ্রিল) রাতে ৩ দিনের জন্য তা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। তবে এ সময় পর্যন্ত সাধারণ সেবা কার্যক্রম অন্যত্র স্থানান্তরিত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ ৭ দিনের লকডাউন চেয়েছিল। কিন্তু আপাতত ৩ দিনের জন্য লকডাউন করা হয়েছে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান,  ইতিমধ্যে সদর আধুনিক হাসপাতালের  ডাক্তার, নার্স, ব্রাদারসহ ল্যাব টেকনোলজিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে  আপাতত ২৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের মেয়াদ আরো বাড়তে পারে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে হাসপাতালটি ভাইরাসমুক্তকরণ ও অন্যান্য আনুসাঙ্গিক কারণে জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে। জনস্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, শীঘ্রই পরিস্থিতি বিবেচনা করে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় আনা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের ৪৪ জনের  নমুনা সংগ্রহ করে সিলেট র‌্যাবে পাঠানো হয়। শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের ১১ জন ও প্রশাসনের ৪ জনসহ মোট ২০ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে জেলা আধুনিক সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুইজন নার্স, দুইজন ব্রাদার সেবক, দুইজন এ্যাম্বুলেন্স চালক, দুই আয়া এবং দুই জন স্টাফসহ ১১জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হওয়ায় হাসপাতালটি লকাডাউন ঘোষনা করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১২ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com