মো: আব্দুর রাকিব, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ডাক্তার আবু সুফিয়ানকে যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনাকাটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১০ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদকরা শুরু হয়। দুদকের উপ-পরিচালক শামসুল আলম ডাক্তার আবুসুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার একইঅভিযোগে হাসপাতালের ফিজিওলজির বিভাগীয় প্রধান ডাক্তার শাহীনভূঁইয়াসহ কলেজের প্রভাষক পংকজ কান্তি গোস্বামী, বায়োকেমিস্ট্রিবিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মো. জাহাঙ্গীর খান ও ডা. কুদ্দুসমিয়া, এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রাণ কৃষ্ণ বসাক এবং পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জানা যায়, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবুসুফিয়ান ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ওদুর্নীতির মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি মূল্যে যন্ত্রপাতি ওআসবাবপত্র কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগরয়েছে।
Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad