মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের জেলা প্রশাসনের নির্দেশে জেলার ৯ টি উপজেলায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য নিধনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও জেলা মৎস্য অধিদপ্তর এর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে মাঝে মাঝে সশরীরে উপস্থিত থেকে জেলেদের কাছ থেকে অবৈধ কারেন্টের জাল জব্দ করছেন জেলা প্রশাসক কামরুল হাসান৷
জানা যায়, গত ৩ দিনে ৩৮ হাজার ৫ শ মিটার বেড় জাল (আনুমানিক মূল্য৩৮ লাখ ৫০ হাজার টাকা) ও ৮৯ হাজার মিটার কারেন্ট জাল, আনুমানিক মূল্য ৮৯ হাজার টাকা, জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে৷
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, অবৈধ কারেন্ট জাল ও বেড়, কাথা জাল ব্যবহার করে মৎস্য শিকারের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad