হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ২০৫ কার্যদিবসে রেকর্ড পরিমাণ ১ হাজার মামলা নিষ্পত্তি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। বিষয়টিকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যুগান্তকারী মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০৫ কার্যদিবসে এক হাজার মামলার নিষ্পত্তি করতে গিয়ে ৮১৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সবগুলো মামলারই নিষ্পত্তি করেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক সুদীপ্ত দাস।
আদালত সূত্রে জানা যায়, এই বিপুল সংখ্যক নিষ্পত্তিকৃত মামলার মধ্যে দীর্ঘদিনের ঝুঁলে থাকা বেশ কয়েকটি মামলাও রয়েছে। এর মধ্যে রয়েছে নারীও শিশু ৪১৮ টি, নারীও শিশু দরখাস্থ ৪১৯ টি, মানবপাচার ১৫ টি, শিশু ৩৭টি, ফৌজদারি আপিল ৬টি, ফৌজদারি রিভিশন ১০৫টি মামলা নিষ্পত্তি করেন তিনি।
হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম বলেন, হবিগঞ্জ জেলায় আদালত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ২০৫ কার্যদিবসে কোন একক আদালতে এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হয়নি।