হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ২০১৯-২০২০ কর বর্ষে দুই নারীসহ ৭ জনকে সেরা করদাতার পুরস্কার প্রদান করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার জেলা আয়কর অফিসে এক অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সহকারী কর কমিশনার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও কর পরিদর্শক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কর কমিশনার মীর আজম আলী, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় নিরু, আয়কর আইনজীবী মস্তোফা মিয়া ও আইনজীবী শামিম আহমেদ।
অনুষ্ঠানে সেরা করদাতাদের মাঝে অতিথিরা পুরস্কার ও সনদ তুলে দেন। যারা পুরস্কৃত হয়েছেন তারা হলেন সেরা তরুণ করদাতা রাজীব কুমার দাস, সর্বোচ্চ নারী করদাতা মাধবী লতা পাল, দীর্ঘসময় ধরে করদাতা এম ওয়াহিদুল হক, নাসির উদ্দিন ও সর্বোচ্চ কর দাতা মিজানুর রহমান শামীম, আহসান কবির ও মোছা. সাইদাতুননেছা।