মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে :: হবিগঞ্জে নমুনা পরিক্ষায় নতুন করে আরো ৩জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ জন। নতুন করে আক্রান্ত চুনারুঘাট থানার এক এসআই ও কনস্টেবল এবং নবীগঞ্জ উপজেলার একজন।
শনিবার (৯ মে) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে পাওয়া রিপোর্টে চুনারুঘাটের দুইজন পুলিশ সদস্য এবং সিলেট থেকে পাওয়া রিপোর্টে নবীগঞ্জের ১ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন আক্রান্তরা জেলা স্বাস্থ্য বিভাগের নজরদারীতে রয়েছেন।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad