মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩১ আগস্ট) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কোকাকোলা ও নিউ পোলার নামক দুইটি আইসক্রিম ফ্যাক্টরিতে ভেজাল পণ্য ব্যবহারের প্রমান পাওয়া যায়। এর মধ্যে আইসক্রিম তৈরীতে মানব দেহের জন্য ক্ষতিক্ষতি রং, ঘন চিনি, স্যাকারিণ ও ফ্লেভার ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই দুই ফ্যাক্টরির নিকট থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে ভবিষ্যতে আর এ ধরণের কাজ না করার জন্য তাদেরকে বলা হয়েছে। অভিযানে সহযোগীতায় ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
Posted ১২:০৭ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad