সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ হবিগঞ্জের সাথে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে লাখাই উপজেলার একমাত্র সড়ক যোগাযোগ ব্যাবস্হা এবং যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
ভারি বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা বাজার নামক স্হানের বিকল্প ব্রীজের সংযোগ সড়কটি ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।
এতে বন্ধ হয়ে যেতে পারে ওই সড়কের যান চলাচল।
তবে রাস্তাটি ডুবে গেলে ভোগান্তির স্বীকার হতে হবে লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন, মুড়িয়াউক ইউনিয়ন, মোড়াকরি ইউনিয়ন ও লাখাই ইউনিয়নের লাখ লাখ মানুষকে।
স্হানীয় সূত্রে জানা যায়, গত ১ বছর ধরে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা বাজারের পুরাতন ব্রীজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ চলাকালিন সময় সড়ক পথটি সচল রাখতে পাশেই বিকল্প সড়ক ও ব্রীজ নির্মাণ করা হয়েছে। কিন্তু গেল কয়েকদিনের ভারি বর্ষণে বাড়তে শুরু করেছে হাওরের পানি।এতে ব্রিজটি অন্যন্ত নিচু হওয়ায় একটু একটু করে ডুবতে শুরু করে ব্রীজের দুই পাশের সংযোগ সড়কটি।
ভুক্তভোগীরা আশঙ্কা করছে আর একদিন বৃষ্টি হলেই ডুবে যেতে পারে সড়কের এই অংশটি। এতে হবিগঞ্জ শহরের সাথে লাখাই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এ অবস্থায় দূর্ভোগে পড়তে হবে উপজেলার কয়েক লাখ মানুষকে।