হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা না মেনে যাত্রী পরিবহন করায় তিন মাইক্রো চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীব কুমার পুরকায়স্থ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাত্রী পরিবহন করার অপরাধে তিন মাইক্রোবাস চালককে “সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন।
হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার পুরকায়স্থ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের কারনে সরকার লকডাউন ঘোষনা করেছে। গণপরিবহন বন্ধ রাখা হয়েছে তারপরও তারা যাত্রী পরিবহন করছে। তাই সরকারি আইন লঙ্ঘন করায় তাদেরকে জরিমানা করা হয়েছে।
Posted ১২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad