হবিগঞ্জের বিভিন্ন স্থানে অবৈধ করাত কলের (স’মিল) ছড়াছড়ি রয়েছে। এসব করাতকলে সংরক্ষিত বন বিভাগের গাছও চিড়ানো (কাটা) হয় বলে অভিযোগ রয়েছে। মাঝে মধ্যে হবিগঞ্জ বন বিভাগ ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পর সপ্তাহ খানেক এসব করাতকল বন্ধ থাকলেও অদৃশ্য শক্তিতে তা আবার পরিচালিত হয়। এ নিয়ে জেলা সমন্নয় সভায়ও ক্ষোভ জানানো হয়েছে।
সরজমিনে জেলার বাহুবল উপজেলার চলিতাতলা,স্নানঘাট,ভাদেশ্বর,নতুনবাজার,মিরপুর,মহাশয়বাজার,চুনারুঘাট উপজেলার সুন্দরপুর, শানখলা,মাধবপুর উপজেলার জগদিশপুর,মনতলা ঘুরে এমনই দৃশ্য পরিলক্ষিত হয়। ফলে অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে করাতকল অবৈধ ভাবে কাটা হচ্ছে বন বিভাগের গাছ। এতে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। এ ব্যাপারে (নাম না প্রকাশ করার শর্তে) বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন রাজনৈতিক ছত্রছায়ায় এসব হচ্ছে, তারা পড়ছেন বিপাকে। এ ব্যাপারে উধ্বতন কতৃপক্ষ দৃষ্টি দেয়া প্রয়োজন।