মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে :: হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান করোনাভাইরাস জয় করে সুস্থ্য হয়ে উঠেছেন। একই সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ২ নির্বাহী ম্যাজিস্ট্রেটও সুস্থ হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) তাদের প্রথম ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে তবে তাদের নমুনা আবারও পরিক্ষা করা হবে, সেই পরিক্ষাতেও যদি নেগেটিভ আসে তাহলে তাদেরকে পুরোপুরি সুস্থ ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছেুর রহমান উজ্জ্বল।
এদিকে হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনা থেকে মুক্তি পেয়েছেন মোট ২৩ জন।
গতকাল দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিট থেকে ১২ রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়। এর মধ্যে ১ জন চিকিৎসক ও দুইজন নার্সও রয়েছেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা ও ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি তুলে দেন সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা।
Posted ৯:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad