কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জে মিউচুয়াল লার্নিং ফর ইম্পুভিং হেল্থ এন্ড নিউট্রিশন সিনারিও প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে প্ররিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার এফআইভিডিভি’র প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রোগ্রাম ম্যানাজার দেবেশ চন্দ্র তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাহেলা বেগম, জয়কলস উজানীগাঁও রশীদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শংকরী চক্রবর্তী, পুষ্টিবিদ ডা. শতাব্দি ভট্টাচার্য্য, শিউলী খাতুন ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।