কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে আসন্ন শবে বরাতে ঘরে বসে ইবাদত বন্দেগী ও জিয়ারত করার আহবান জানিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি ।
জমায়েত বা লোক সমাগম করে মিলাদ মাহফিল না করার আহবান জানান তিনি।মন্ত্রী বলেন, নবীজি বলেছেন দুর্যোগের অবসর সময় যার যার ঘরে বসে ইবাদত পালন করার কথা। তাই, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাইকে ঘরে বসে আল্লাহ কে স্মরণ করাই উত্তম।
মন্ত্রী সুনামগঞ্জ সহ দেশবাসীকে ঘরে বসেই মাজার জিয়ারত করার কথা বলেন। যারা শবেবরাতে সাধারণ মানুষকে সাহায্য করতে চান, তারা যেন নিজ নিজ এলাকার প্রতিবেশী, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের সাহায্য করেন। পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি দেশবাসীকে এ সংকটকালীন সময় সরকারের প্রতিটি নির্দেশনা মেনে চলার আহবান জানান।