সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করতে গেলে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপিকে ফুলেল শুভেচছা জানান বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ মনোজিৎ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা জসিম উদ্দিন শরীফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুবলীগ নেতা মিজানুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Posted ১০:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মে ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad