সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জামালগঞ্জে কিশোরীদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার হেলিপ্যাড মাঠে এ খেলা অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে কিশোরিদের খেলা উদ্ভোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। জানাযায়, উপজেলার ৪টি ইউনিয়নের ১৫টি গ্রামে টিপিং পয়েন্ট ফেজ-২ প্রকল্প বাস্তবায়ন করছে।
বেসরকারী সংস্থা কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ও জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জিছিস) বাস্তবায়নে খেলা অনুষ্টিত হয়। অনুষ্টানে বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা আক্তার, জেছিস টিপিং পয়েন্ট এর ম্যানেজার রুম্মানা বেগম, সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।