সাইফ উল্লাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরাঞ্চল জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে গজারিয়া, ভাটি দৌলতপুর, বীনা জুড়া, লালপুর, মাকরখলা সহ ৫টি গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।শনিবার দুপুরে গজারিয়া বাজারে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. আব্দুল বাশেদ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুর রাজ্জাক মাষ্টার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির সুমন প্রমূখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, মুজিব বর্ষে আওয়ামীলীগ সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচী হাতে নিয়েছেন। এছাড়া রাস্তাঘাট, স্কুল কলেজ, আশ্রয় প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলছে। ধর্মপাশা টু সুনামগঞ্জ সাড়ে ১০ কিলো মিটার ওভার ব্রীজ নির্মাণ করবেন সরকার। আসুন বিশ্ব নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা দেশ ও জনগণের কাজ করি।