সোমবার ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সুনামগঞ্জের সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, ১১ মার্চ ২০২০     153 ভিউ
সুনামগঞ্জের সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারন রোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় আই ই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুনামগঞ্জের বাস্তবায়নে শহরের ইপিআই ভবণের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে  ও মোঃ সামছুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের (যুগ্ম সচিব) পরিচালক মোঃ কুতুব উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক আছমা হুসনা,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আশরাফুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক ডাঃ ননী ভূষন তালুকদার,সহকারী পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, বাল্যবিবাহ রোধ ও কোন মেয়ে শিশু অল্প বয়সে মা হলে তার শারীরিক ও মানসিক সমস্যা প্রকট আকার ধারন করে এজন্য জনসচেতনতার কোন বিকল্প নেই। কাজেই কোন মা গর্ভকালীন সময়ে শাকসবজি বেশী করে খেতে হবে  এবং দুটি সন্তানের বেশী নেয়াটা মায়েদের জন্য ঝুকিপূর্ণ ।
পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারন রোধ,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা এজন্য গ্রাম থেকে গ্রামান্তরে সাধারন মানুষজনকে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের বিরাট একটা ভূমিকা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com