সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : গাছ লাগান পরিবেশ বাচান এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে, সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানায় জাতির পিতা শেখ মজিবুর রহমানের জম্মশত বাষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ ঘটিকায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্টিত মধ্যনগর উচ্চ বিদ্যালয়, মধ্যনগর থানা, মধ্যনগর হাসপাতালে বৃক্ষরোপন কর্মসুচী শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ম্যাংগো গ্রুপ এর নির্বাহী পরিচালক মীর মাসুদ কবির।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মো. মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুবলীগ নেতা রনি খান, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, যুব মহিলা লীগের আহবায়ক শান্তা রায় চৌধুরী, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, কুতুব উদ্দিন, অমরেশ চৌধুরী, নেহার উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে ফলজ, বনজ, ঔষধী গাছের ছারা রোপন করা হয়েছে। যার জম্ম না হলে বাংলাদেশের জম্ম হতনা, যার জম্ম না হলে স্বাধীনতার যুদ্ধ হত না, সেই মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। সাথে সাথে বঙ্গ বন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ।