শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের হলিদাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল উপজেলা সদরের হলিদাকান্দা গ্রামের স্কুল শিক্ষক আবুল কাশেমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আবুল কাশেম জানান, তরিকুল তার নিজ গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে একজন ইলেকট্রিশিয়ানের সাথে সকালে বিদ্যুতের কাজে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়। পরে সেখান থেকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুজন চন্দ্র সরকার জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
Posted ৯:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad