সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামের মাহবুব আলমসহ তিনটি নিরীহ পরিবারের বসতভিটা জোরপূর্বক দখলে নিতে একই গ্রামের প্রভাবশালী ফজল উদ্দিনের লোকজন তাদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাঠের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ভূক্তভোগী পরিবারের নারী ও শিশুরা এ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, সখিনা বেগম,তাদের স্বজন মোস্তফা মিয়া,মেহেরুন নেছা,রুপধন বিবি প্রমুখ।
বক্তারা বলেন হোসেনপুর গ্রামের নিরীহ মাহবুব আলম,তৈয়ফুল মিয়া ও ইমনের বসতবাড়ির জায়গা দখল করতে ফজল উদ্দিন,কালা সোনা,আবু শরিফ,ফখর উদ্দিন,মুকিত মিয়া গংদের লোকজন গত ১৪ই মে রাতে তাদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাঠ করে নগদ একলাখ ত্রিশহাজার টাকা,স্বণার্লংকারসহ প্রায় তিনলাখ পয়ত্রিশ হাজার টাকা মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে হামলাকারীদের ভয়ে ও হুমকিতে ভূক্তভোগীর পরিবারের পূরুষেরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন । অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শান্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবী জানান।