কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আগের তুলনায় দেশ এখন অনেক এগিয়েছে। আগে দশগ্রাম ঘুরেও একজন শিক্ষিত মানুষ পাওয়া যেতো না। এখন প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে। সাধারণ শিক্ষার পাশাপাশি এখন মাদ্রাসা শিক্ষায়ও
একটা আমুল পরিবর্তন এসেছে এবং আধুনিক হয়েছে। বর্তমান সরকার শিক্ষাখাতকে অনেক গুরুত্ব দিচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষার অবকাঠামোগত ও মানগত উন্নয়নে সরকার অনেক কাজ করছে।
সোমবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া আলিম মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মানে ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক (ক্রীড়া) মো. মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম। সভা শেষে আলহাজ্ব এবি মাসুক মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩জন করে মোট ৩৬জন মেধাবি শিক্ষার্থীদের মাঝে ৫০হাজার টাকা মেধাভিত্তি প্রদান করেন পরিকল্পনামন্ত্রীসহ অতিথিবৃন্দ।
এর আগে সকাল সকাল ১১টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও ঠিকাধারী প্রতিষ্ঠান মেসার্স উদয়ন ট্রেডার্সের তত্ত্বাবধানে ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মানে ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসায় ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী।
পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আসকর আলী, অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিম, সহ-সুপার আবদুল ওয়াহিদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী (শিক্ষা) জসিম উদ্দিন, মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল বাসিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবদুল লতিফ কালাশাহ, শিক্ষানুরাগী সদস্য কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সুপার মাও. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু খালেদ চৌধুরী রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, নজমুল ইসলাম, এ্যাডভোকেট আলী শাহান ও মাহবুবল আলম শাহীন প্রমুখ।