মো : কাওসার ইকবাল, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামীও আত্মহত্যা করেছে। লাশ দুটি উদ্ধার করতে গিয়ে এমন ধারণা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার মির্জাপুর চা বাগানের ফাঁড়ি বাগান বৌলাছড়া হাসপাতাল লাইনে। নিহত অলকা তন্তবাই (৩৮) ওই বাগানে চা শ্রমিকের কাজ করতেন। স্বামী বিকুল তন্তবাই(৪২) বনাঞ্চল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বিক্রি করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, বিপুল তন্তবাইয়ের ঘরের দরজা ভেতর দিয়ে আটকানো। এমতাবস্থায় দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ঘরের মেঝেতে স্ত্রীর গলাকাটা লাশ আর বিপুল তন্তবাইয়ের লাশ ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আজ রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিকুল তার স্ত্রীকে হত্যা করে তিনি নিজেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Posted ১১:০১ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad