মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’দিনে অজ্ঞাত এক নারীর হাত-পায়ের খন্ডিত অংশ এবং দেহ উদ্ধার হলেও অনেক খুঁজাখুঁজির মস্তকের সন্ধান পাওয়া যায়নি।
গতকাল সোমবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাছড়া গ্রামের কচু ক্ষেত থেকে কাটা হাত-পায়ের পর আজ উদ্ধার হলো মস্তকহীন দেহ। মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাছড়া গ্রাম থেকে দেহটি উদ্ধারের পর এটি অজ্ঞাত কোন নারীর বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এ রিপোর্ট লিখা পর্যন্ত মস্তক না পাওয়ায় এটি সনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে পুলিশ জানায়।
এর আগে সোমবার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামের এক কৃষকের কচু ক্ষেত থেকে মহিলাটির খন্ডিত দুই হাত ও এক পা উদ্ধার করা হয়েছিল। তবে পুলিশ ওই নারীর মস্তক ও আরেকটি পায়ের সন্ধানে রয়েছে।
সংশ্লিষ্ট ইউপি মেম্বার জানান, গ্রামের এক মহিলা ঐদিন সকালে গরু চড়াতে গিয়ে উত্তর বৌলাছড়া গ্রামের এক গাছ বাগানে একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে তখন দুর্গন্ধ বের হচ্ছিল। পরে ওই নারীর কাছ থেকে বিষয়টি অবগত হয়ে স্থানীয় ইউপি সদস্য শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বস্তার মুখ খুলে ভেতরে ওই নারীর মস্তকহীন উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, হাত-পা উদ্ধারের পর ওই নারীর দেহের অংশ আমরা পেয়েছি। মাথা ও এক পায়ের সন্ধানে পুলিশী তল্লাশি অব্যাহত রয়েছে।
Posted ৮:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুন ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad