মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভীবাজার সরকারী কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল প্রফেসর এ,কে, ফজলুল হক ইন্তেকাল করেছেন। তিনি শুক্রবার দিবাগত রাতে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করিয়াছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার প্রথম জানাযার নামাজ শনিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ২ ঘটিকার সময় শাহ মোস্তফা মাজার সংলগ্ন ঈদগাহে অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad