মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রার্থী জয়ী

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০     180 ভিউ
শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রার্থী জয়ী

মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনে ধানের শীষের প্রার্থী এম এফ আহমেদ অলীকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কোন অনিয়ম ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোটভোট ১৮ হাজার ৩৫। প্রাপ্ত ১৩ হাজার ২৪৩ ভোটের মধ্যে এফ এম আহমেদ অলী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধি মাসুদউজ্জামান মাসুক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট।

৩য় অবস্থানে রয়েছেন বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মোঃ ছালেক মিয়া নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৯৯ ভোট। ৪র্থ অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ ফজল উদ্দিন তালুকদার চামচ মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫১০ ভোট। ৫ম অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম জগ মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৩০ ভোট। ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম মোবাইল ফোন মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৫২২ টি ভো

এছাড়া পৌরসভা নির্বাচনে শায়েস্তাগঞ্জ পৌরসভায় নির্বাচিত ৯কাউন্সিলর ও ৩নারী কাউন্সিলর হলেন যারা।

শায়েস্তাগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে মোঃ রজব আলী (উট পাখি) প্রতীক নিয়ে ৪৩৮ ভোট পেয়েছেন, ২ নং ওয়ার্ডে আব্দুল জলিল (উট পাখি) প্রতীক নিয়ে ৮৯০ ভোট পেয়েছেন, ৩ নং ওয়ার্ডে মোঃ মাসুক মিয়া (পাঞ্জাবী) প্রতীক নিয়ে ৯১৮ ভোট পেয়েছেন, ৪ নং ওয়ার্ডে মোঃজালাল উদ্দিন মোহন (পাঞ্জাবী) প্রতীক নিয়ে ৫৬৪ ভোট পেয়েছেন, ৫ নং ওয়ার্ডে মোঃ আব্দুল গফুর (পানির বোতল) প্রতীক নিয়ে ৫৪৬ ভোট পেয়েছেন, ৬ নং ওয়ার্ডে মোঃ ফাহিন হোসেন (পাঞ্জাবী) প্রতীক নিয়ে ৬১৯ পেয়েছেন, ৭ নং ওয়ার্ডে মোঃ তাহির মিয়া (উট পাখি) প্রতীক নিয়ে ৮২২ পেয়েছেন, ৮ নং ওয়ার্ডে মোঃ আলী আহাদ (পাঞ্জাবী) প্রতীক নিয়ে ৪১০ ভোট পেয়েছেন ও ৯ নং ওয়ার্ডে আব্বাস উদ্দিন তালুকদার (পানির বোতল) প্রতীক নিয়ে ৭১৭ পেয়ে বেসরকারীভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এছাড়া সংরক্ষিত আসনে নরী কাউন্সিলর, ১,২ও৩ নং ওয়ার্ডে আছমা আক্তার (বলপেন) প্রতীক নিয়ে  ১১৩২ ভোট পেয়েছেন, ৪,৫ ও ৬ ওয়ার্ডে আফছানা ডলি (টেলিফোন) প্রতীক নিয়ে ১৪৮৩ ভোট পেয়েছেন, ৭,৮ ও ৯ ওয়ার্ডে তহুরা খাতুন লাইজু (চশমা) প্রতীক নিয়ে ১৮৯৫ ভোট পেয়ে বেসরকারীভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী এ নির্বাচনে ৯ টি ওয়ার্ডে বেসরকারীভাবে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com