মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত পল্লী বিদ্যুৎ কর্মী মোঃ আবু নাসের মারা গেছেন। ২৫ জুন বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জের অলিপুরে সিএনজির চাকা খুলে সড়ক দুর্ঘটনায় আহত হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী মোঃ আবু নাসের আহত হন।
শনিবার (২৭ জুন) বিকেলে সিলেট ওসমানী মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।জানা যায়, বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ থেকে অলিপুর যাওয়ার সময় পল্লী বিদ্যুৎ কর্মী মোঃ আবু নাসের অলিপুর নামক স্থানে সিএনজির চাকা খুলে রাস্তার পাশে পড়ে যান।
এতে মোঃ আবু নাসের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার মোঃ আবু নাসেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আবু নাসের মৃত্যুবরণ করেন।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad