মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রদল নেতা ও তার খালাতো বোন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত শনিবার ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে পিকাপ ভ্যান ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ছাত্রদল নেতাও অলিপুর বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান আনু (২২)ও আরোহী তার খালাতো বোন নাজু আক্তার (৩০) আহত হয়েছিলেন। আশংকা জনক অবস্থায় তাদেরকে ঢাকা প্রেরণ করা হয়েছিল।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ৩ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান আনু মারা যায়। এর ঘন্টা পরেই তার খালাতো বোন নাজু আক্তার ও মারা যায়। নিহত নাজু আক্তার ব্রাক্ষণবাড়িয়ার মেরাসানি এলাকার। নিহত হাবিবুর রহমান আনু উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামের কিতাব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অলিপুর ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন মোঃ আবু তাহের ।
Posted ১০:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad