মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৭ জানুয়ারি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীর(১৪) ঘরে রাতে কৌশলে ঢুকে পাশের বাড়ির শিপন মিয়া (২০)। অস্ত্রের মুখে ওই স্কুল ছাত্রীকে জিম্মি করে ধর্ষন করে শিপন।
ঘটনাটি মেয়ের পরিবার জানার পর ৮ জানুয়ারি মেয়ের মা রুপা বেগম বাদি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করেন। ২৩ জানুয়ারি আদালত থেকে শায়েস্তাগঞ্জ থানায় ওয়ারেন্ট আসে। এরই প্রেক্ষিতে রবিবার ২৪ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানার উপ- পরিদর্শক নজরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন ও এএসআই বিধান রায়সহ একদল পুলিশ শিপনকে গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আদালতের নির্দেশনা পেয়ে আমরা আসামীকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠিয়েছি।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad