হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব অফিসারের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিকাশের মাধ্যমে চাঁদাবাজির দায়ে তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান হতে র্যাব অফিসারের পরিচয়ে হুমকি ধমকি দিয়ে বিভিন্ন মহল থেকে বিকাশের মাধ্যমে চাঁদা গ্রহণ করায় তিনজন পেশাদার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-১ এর একটি দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মোঃ কাউছার মিয়া(৩৯), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামের মৃত আহম্মদ শাহর ছেলে মোঃ ফয়সল শাহ(৩৫) ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের রজব আলীর ছেলে মোঃ কামাল মিয়া(২২) কে গ্রেফতার করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-৯) সিপিসি-১ এর কমান্ডার সিনিয়র এএসপি এ,কে,এম কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা র্যাব অফিসারের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নিরীহ মানুষদের হুমকি দিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিল।
Posted ৯:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মে ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad