মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নুরপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক, ঢাকা-সিলেট মহাসড়কের কাঠালতলী নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটর সাইকেলও ট্রাকের পিছনে এসে ধাক্কা লাগে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বাস – ট্রাক- মোটর সাইকেলের ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সাভির্স এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচাজর্ (ওসি) মাঈনুল ইসলাম।
Posted ৮:৪১ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad