মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : “মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক দিবশটি পালন করা হয়েছে। বুধবার (২২ অক্টোরব) ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে বিভিন্ন পয়েন্টে সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক দূর্ঘটনা রোধকল্পে চালক ও শ্রমিকদের সাথে মতবিনিময়, যাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করা হয়েছে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সহযোগীতায় সচেতনাতামুলক কার্যক্রমে অংশ নেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক, এস আই মনিরুজ্জামান মনির, সাজেন্ট মাহবুব আহমেদ, এ এস আই মোঃ শাহজালাল, জাকির হোসেন প্রমুখ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান রাস্তা পারাপারে যাত্রীদের সচেতন হতে হবে, নিষিদ্ধ যানবাহনে যাত্রী উঠা যাবেনা, যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবেনা, উল্টো পথে গাড়ি চালানো যাবেনা, চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো যাবে না, অতিরিক্ত ঝুঁকি নিয়ে ওভারটেক করা যাবেনা ও গাড়ি চলা অবস্তায় মোবাইল ফোনে কথা বলা যাবেনা । এসব বিষয়ে চালক শ্রমিক ও যাত্রীদের সচেতন করতে আমাদের এ কার্যক্রম। আশা করি এসব বিষয় মেনে গাড়ি চালালে দূর্ঘটনা অনেকটা কমে যাবে।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad