হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই শতাধিক অসহায় ও দুস্থ নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা মহিলা আওয়ামীলীগ। শনিবার (১ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল প্রাঙ্গনে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা জলির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোছাঃ আলেয়া বেগমের পরিচালনায় খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোছাঃ হেনা বেগম, মাসুদা বেগম হাসনা, এ্যানি লস্কর, যুগ্ম সাধারন সম্পাদক সম্পাদক মুসলিমা খানম শারমিন,শিরিন আক্তার তালুকদার, জাহানারা আক্তার বিউটি, এডভোকেট গোলসান আরা ফেন্সি, সুমা মোদক, সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার রিনা, সালেহা বেগম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাতি মোঃ আব্দুস সামাদ মেম্বার, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেরা সুলতানা হ্যাপি প্রমুখ।
Posted ৭:২৪ অপরাহ্ণ | শনিবার, ০১ মে ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad